মানবতা কাঁদে
কাব্য কবির
মানবতা কাঁদে আজ, মানবতা কাঁদে,
মানবতা পড়লো বুঝি হঠাৎ কারে ফাঁদে।
মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, যাচ্ছে বিবেকবোধ,
অন্যের ক্ষতি কেউ করেনা দেখি প্রতিরোধ।
মানবতা কেঁদে কেঁদে ফেলে অশ্রুজল,
মানুষের মাঝে হিংসা কেন? বিশ্ব মানব বল।
মানবতা কেঁদে কেঁদে বার বার বলে যায়,
মাণুষ মানুষ কে হত্যা করে কি আনন্দ পায়?