চুন দেখতে সাধারণত সাদা হয়ে থাকে। চুন হচ্ছে ক্যালসিয়াম যুক্ত একটি অজৈব উপাদান। যার মধ্যে কার্বনেটসমূহ , অক্সাইডসমূহ ও হাইড্রোক্সাইডসমূহের প্রাধান্য রযেছে। বিভিন্ন প্রকার ঝিনুক পুড়ে চুন তৈরি করা যায়। সরাসরি চুন হল ক্ষারকীয় পদার্থ যা ক্যালসিয়াম অক্সাইড (সংকেত ) বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
চুনের সংকেত হচ্ছে Ca(OH)।
চুনের পানি ঘোলা হয় কেননা চুনের পানিতে কার্বন ডাই-অক্সাইডের থাকে।