ভ্যালেস্তিনা তেরেসকোভা ১৯৩৭ সালের ৬ র্মাচ জম্নগ্রহন করে ভ্যালেস্তিনা তেরেসকোভা মধ্য রাশিয়ার টুটায়েভস্কি জেলার মাসলেনিকোলা গ্রামে জম্নগ্রহণ করেন । ভ্যালেস্তিনা তেরেসকোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক এবং তার মা টেক্সটাইল প্লান্টে কাজ করতেন । তেরেসকোভা ১৯৪৫ সালে আট বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করেন , কিন্তু ১৯৫৩ সালে স্কুল ত্যাগ করেন এবং দূর শিক্ষনের মাধ্যমে তিনি তার লেখাপড়া চালিয়ে যান । অল্প বয়স থেকে তিনি প্যারাসুট এর প্রতি অনুরক্ত হন এবং ন্থানীয় এ্যারোক্লাব এ স্কাইডাইভিং এ প্রশিক্ষণ নিয়ে ১৯৫৯ সালের মে ২২ বছর বয়সে প্রথম ঝাপ দেন । ঐ সময় তিনি বস্ত্র শ্রমিক হিসেবে স্থানীয় একটি কারখানায় কর্ম্রত ছিলেন । স্কাইডাইভিং - এ তার এই অভিঙ্গতা তার নভোচারী হিসেবে র্নিবাচিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন ।
ইউরি গ্যাগরিন ( ১৯৬১ সালে মহাশূন্যে ভ্রমণ করা প্রথম ব্যক্তি ) এর উড্ডয়নের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে মহাশুনে একজন মহিলাকে পাঠানোর সিদ্ধান্ত নেয় । ১৯৬২ সালের ১৬ ফেব্রয়ারি প্রোলেতারীয় ভ্যালেন্তিনা তেরেসকোভা চারশ এরও বেশি আবেতনকারীদের মধ্যে নির্বাচিত হয়েছিলেন । তেরেস্কোভাকে পর্যায়ক্রমিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল যার ছিল ভরহীন উড্ডয়ন , পৃথকীকরণ পরীক্ষাসমূহ , সেন্ট্রিফিউজ , পরীক্ষা , রকেট তত্ত্ব , মহাশূন্যযান ইঞ্জিনিয়ারিং , ১২০ টির প্যারাসুট ঝাঁপ এবং MiG-15UT জেট ফাইটারস এ পাইলট ট্রেনিং।
১৯৬৩ সালের ১৪ জুন মহাশূণ্যযান ভসটক - ৫ এর সাফল্যজনক উড্ডয়নের পর তেরেনকোভা নিজের ফ্লাইটের জন্য প্রস্ততি নিতে সকালে , তেসেকোভা এবং তাকে সাহায্যকারী সভোচারী সলোভিযোভাকে মহাশূন্য পোশাকে সজ্জিত করা হয় এবং একটি বাসের মাধ্যমে তাদের কে মহাশূন্যযান উৎক্ষেপণ লাঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয় । তার যোগাযোগ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পরীক্ষার পর , তাকে ভসটক - ৬ এর মধ্যে আবদ্ধ করে দেওয়া হয় । দুই ঘন্টা উল্টো গণনা শেয় করার পর , ভসটক - ৬ ত্রটিহীনভাবের উড্ডয়ন করে ।