বিশ্বকাপ
বাছাই ম্যাচ সামনে রেখে কাতারে ৩য় দিনের অনফিল্ড ট্রেইনিং করেছে জাতীয়
দলের ফুটবলাররা। বুধবার প্রস্তুতি ম্যাচ থাকায় গেম ট্রেনিং ও সেট প্লেতে
ছিল গুরুত্ব। আগের দিন ইয়ো ইয়ো টেস্টও দিয়েছে বাংলাদেশ দল। কাজেই রিকভারির
জন্য নিয়ম মেনে করা হয়েছে জিম সেশন।
দোহায় বুধবার প্রথম প্রস্তুতি
ম্যাচে খেলবে বাংলাদেশ দল। পাসিং, ড্রিল একইসাথে প্রতিপক্ষের গোল শট
আটকানোর সেফটি আর ম্যাচ সেশনের লেসন পেয়েছেন গোল কিপাররা। বাছাইপর্বের
মূলম্যাচের আগে দোহার আবহাওয়ার সাথে কতটা মানিয়ে নিয়েছে ছেলেরা সেটা পরখের
সুযোগ প্রস্তুতি ম্যাচ, বলছেন গোলকিপিং কোচ।
বাংলাদেশ দলের
গোলকিপিং কোচ লেস ক্লিভলি বলেন, আমরা অনুশীলনে গুরুত্ব দিচ্ছি। নিজেদের পরখ
করতে প্র্যাকটিস ম্যাচই সবচেয়ে ভালো উপায়। ম্যাচ ফলাফলে নয়, আমাদের নজর
থাকবে টিম পারফরমেন্সের ওপর। ছেলেদেরও তাই বলেছি।
একই ভেন্যুতে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২৮ নভেম্বর ২য় প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের।