সহীহ বুখারী শরীফ হাদীস নং ৯৮
2020-Oct-01 2:52 PM
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম -এর কাছে জিজ্ঞেস করলেন, ইহরামকারী ব্যক্তি কি কাপড় পরিধান করবেন? উত্তরে রাসূল পাক বললেন, জামা, পায়জামা, পাগড়ী, সেলাইকৃত কাপড় এবং জাফরান দ্বারা রং করা হয়েছে এমন কাপড়, পরিধান করতে পারবে না। ইহরামকারীর নিকট জুতা না থাকলে সে মােজা পরিধান করবে কিন্তু তা টাখনুর নীচে থাকতে হবে।