সহীহ বুখারী শরীফ হাদীস নং ৯৪
2020-Oct-01 2:40 PM
হযরত উম্মে সালামা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত আনাস (রা) এর মাতা উম্মে সােলায়ম (রা) রাসূলেপাক এর খেদমতে হাযির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ! মহান আল্লাহ হক কথা বলতে লজ্জাবােধ করেন না। তাই আমার প্রশ্ন হচ্ছে মহিলাদের স্বপ্নদোষ দেখা দিলে তাদের গােসল করতে হবে কিনা? উত্তরে নবী করীম বললেন, হ্যা বীর্য দেখা দিলে গােসল করা ফরয হবে। তা শুনে উম্মে সােলায়ম (রা) লজ্জায় তার মুখ ঢেকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! মহিলাদের কি স্বপ্নদোষ হয়ে থাকে? তিনি বললেন, নিশ্চয়ই, মহিলাদের স্বপ্নদোষ না হলে সন্তান কিভাবে মায়ের আকৃতি পায়?