সহীহ বুখারী শরীফ হাদীস নং ৯০
2020-Oct-01 2:37 PM
আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ শেষ জীবনে এক রাতে আমাদেরকে নিয়ে এশার নামায আদায় করলেন। সালাম ফিরাবার পর তিনি দাঁড়ায়ে বললেন, তােমরা এখন এ রাতকে দেখতে পারছ না? এ রাত হতে। একশত বছর পর বর্তমানে দুনিয়াতে যারা আছেন, তারা কেউ বেঁচে থাকবে না অর্থাৎ । সবাই মারা যাবে, তারপর এভাবে আর একদল আসবে মারা যাবে, এভাবে কিয়ামত পর্যন্ত। এ অবস্থা চলতে থাকবে।