সহীহ বুখারী শরীফ হাদীস নং ৮৮
2020-Oct-01 2:33 PM
হযরত আবু হােরায়রা (রা) বর্ণনা করেন। আমি একবার আরজ করলাম। ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার হাদীস শুনি কিন্তু মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ বললেন, তােমার চাদর বিছাও। আমি চাদরখানা বিছালাম। তিনি চাদরের উপর হাতের মুঠ ভরে কিছু দান করলেন এবং ঐ চাদরখানা আমার সিনার সাথে মিলাতে আদেশ দিলেন। আমি সিনার সাথে মিলায়ে রাখলাম। এ ঘটনার পর আমি আর রাসূল পাক
এর কোন কথা ভুলিনি।