সহীহ বুখারী শরীফ হাদীস নং ৮৩
2020-Oct-01 2:28 PM
হযরত আবদুল্লাহ ইবনে আবি মুলাইকা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা)-এর অভ্যাস ছিল, তিনি কোন কিছু শুনলে তা বুঝে ন আসা পর্যন্ত পুনরায় জিজ্ঞেস করতেন, যাতে তার পরিষ্কার বুঝে আসে। একবার রাসূলুল বললেন, যার হিসাব নেয়া হবে তাকে অবশ্যই শাস্তি দেয়া হবে। হযরত আয়েশা | (রা) বলেন, মহান রব্বল আলামীন কি বলেননি যে, “তাদের খুব সাধারণ হিসেব করা। হবে”। উত্তরে রাসূলেপাক বললেন, এবাক্য তাে ক্ষমা হিসেবে বলা হয়েছে। কিন্তু যার হিসেব কঠোরভাবে নেয়া হবে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে।