সহীহ বুখারী শরীফ হাদীস নং ৮১
2020-Oct-01 2:26 PM
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বর্ণনা করেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, নবী করীম এর সাথে আপনি কোন ঈদের জামাআতে হাজির হয়েছেন কি? তিনি বললেন, হ্যা অবশ্য নবী করীম এর সাথে বিশেষ সম্পর্ক না থাকলে আমার ভাগ্যে তা নিশান উড়ান ছিল রাসূলেপাক সে স্থানে আসলেন এবং নামায আদায় করলেনজুটত না। এক ঈদের দিন আমি তার সাথেই বের হলাম। নামাযের জন্য যেস্থানে। অতঃপর খুতবা পাঠ করলেন। রাসূলেপাক-এর ধারণা হলাে পিছনে বসা মহিলাগণ হয়তাে তাঁর খুতবা শুনতে পায়নি, এ ভেবে তিনি বেলাল (রা)-কে সাথে নিয়ে তাদের কাছে চলে গেলেন। এরপর মহিলাদেরকে নসীহত করলেন এবং আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আহ্বান জানালেন। রাসূলেপাক বা মহিলাদেরকে দানের প্রতি পুনরায় উৎসাহ দিলেন এবং বললেন, আমার পিতা-মাতা তােমাদের কল্যাণের জন্য উৎসর্গকৃত। মহিলারা তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাদের অলঙ্কারাদি খুলে দিতে লাগল আর হযরত বেলাল (রা) এগুলাে সংগ্রহ করতে লাগলেন।