সহীহ বুখারী শরীফ হাদীস নং ৭৮৬
2020-Oct-09 1:28 AM
হযরত আবু হােরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ কে জিজ্ঞেস করা হলাে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। আবার প্রশ্ন করা হলাে, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। আবার প্রশ্ন করা হলাে, তারপর কোনটি? তিনি বললেন, হজ্জই কবুল হজ্জ।