সহীহ বুখারী শরীফ হাদীস নং ৭৫
2020-Sep-30 7:08 PM
হযরত আবু হােরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলেপাক হকে প্রশ্ন করা হলাে কিয়ামতের দিন আপনার শাফায়াত দ্বারা কোন ব্যক্তি সর্বপ্রথম উপকৃত হবেন? উত্তরে রাসূল বললেন, হে আবু হােরায়রা! হাদীস শিক্ষার প্রতি তােমার যে আগ্রহ আমি দেখতে পেয়েছি, তাতে আমার ধারণা ছিল তােমার পূর্বে কেউ আমাকে এ সম্পর্কে প্রশ্ন করবে না। শুনে রাখ! কিয়ামতের দিন আমার সাফায়াত দ্বারা। বেশী উপকৃত হবে ঐ ব্যক্তি যিনি মনেপ্রাণে এখলাসের সাথে বলবে- অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল।