সহীহ বুখারী শরীফ হাদীস নং ৭৪
2020-Sep-30 7:07 PM
হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন একবার মহিলাগণ নবী করীমএর কাছে আপত্তি করল আমরা পুরুষদের জন্য আপনার দরবারে হাজির হতে পারি না। অতএব আপনি শুধু আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন। অতপর রাসূলেপাক খাসভাবে তাদের জন্য একটি দিনের ওয়াদা করলেন। সেদিন তিনি তাদের কাছে গিয়ে ওয়াজ নসীহত করলেন এবং শরীয়তের নির্দেশাবলী শুনালেন। তাদেরকে রাসূলেপাক এর যেসব নসীহত শুনালেন তার মধ্যে একটি নসীহত ছিল, তােমাদের মধ্যে কোন মহিলার যদি তিনটি সন্তানই শৈশবকালে মারা যায় তা হলে উক্ত সন্তান তার জন্য দোযখের আযাব থেকে রক্ষা করার ঢালস্বরূপ হবে।