সহীহ বুখারী শরীফ হাদীস নং ৬৮
2020-Sep-30 7:00 PM
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি একবার আমি দ্রিাবস্থায় ছিলাম। আমি স্বপ্নে দেখতে পেলাম, আমার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসা হয়েছে। আমি তা হতে দুধ পান করলাম, এমনভাবে দুধ পান করলাম যে, উক্ত দুধের স্বাদ আমার শরীরের সর্বাঙ্গে এমনভাবে বিস্তার লাভ করেছে যা নখের কিনারা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। অতঃপর বাকীদুধটুকু আমি হযরত ওমর (রা)-কে দিয়ে দিলাম। তা শুনে সাহাবারা আরজ করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি উহা দ্বারা কি ব্যাখ্যা করেছেন। উত্তরে হুযুর বললেন, তা হলাে এলেম।