সহীহ বুখারী শরীফ হাদীস নং ৬৭
2020-Sep-30 6:59 PM
হযরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন আমি এমন একটা হাদীস বর্ণনা করব যা আমার পরে অন্য কেউ তােমাদেরকে শুনাবেন না। আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি। তিনি বলেন কিয়ামতের কতিপয় আলামতের মধ্যে কিছু আলামত হলাে, এলেম দুর্বল হয়ে যাবে, মূখতা বেশী বেশী প্রকাশ পাবে, প্রকাশ্যে ব্যভিচার হবে, নারীর সংখ্যা বেশী হবে, পুরুষের সংখ্যা কমে যাবে, এমন কি এক একজন পুরুষের তত্ত্বাবধানে ৫০ জন নারী থাকবে।