হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ বলেন,-তুমি যা কিছু একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে খরচ করবে, তার জন্য অবশ্যই তােমাকে প্রতিদান দেয়া হবে, এমন কি তুমি নিজের স্ত্রীর মুখে যে খাদ্যদ্রব্য তুলে দাও তারও সাওয়াব তুমি পাবে।