সহীহ বুখারী শরীফ হাদীস নং ৩১
2020-Sep-30 5:50 PM
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন আল্লাহ তায়ালা যখন- অর্থৎ যারা ঈমান গ্রহণ করে এবং ঈমানের সাথে জুলুমকে না মিলায়” এ আয়াতখানা নাযিল করলেন তখন সাহাবীগণ রাসূলুল্লাহকে বললেন! আমাদের মধ্যে এমন কে আছে যে কমবেশী কিছু জুলুম করে না। তখন আল্লাহ তায়ালা কুরআনের নিম্নোক্ত আয়াতটি নাযিল করেন। অর্থাৎ নিশ্চয়ই শিরক হল সর্বাপেক্ষা বড় জুলুম।