সহীহ বুখারী শরীফ হাদীস নং ২৪৪
2020-Oct-04 2:27 PM
হযরত আবু হােরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একবার নবী করীমঙ্গল উপস্থিত মুসল্লীদেরকে উদ্দেশ্য করে বললেন। তােমরা কি নামায অবস্থায়। আমার সম্মুখ ভাগ দেখতে পাচ্ছ? সুতরাং আল্লাহর শপথ করে বলছি। তােমাদের সিজদা, তােমাদের রুকু কোন কিছুই আমার কাছে গােপন নয় । আমি স্পষ্টভাবে তােমাদেরকে। না পিছন থেকেও দেখতে পাচ্ছি। যেমন তােমাদেরকে সামনের দিক থেকে দেখতে পাই।