সহীহ বুখারী শরীফ হাদীস নং ২৩
2020-Sep-30 5:27 PM
হযরত আবু হােরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ-আহলিকে। জিজ্ঞেস করা হয়েছিল, কোন কাজটি সবচেয়ে ভাল? তিনি উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। পুনরায় প্রশ্ন করা হয়েছিল। তারপর কোন কাজটি উত্তম? তিনি উত্তর দিলেন, তারপর ভাল কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। পুনরায় প্রশ্ন করা। হলাে তারপর কোন কাজটি উত্তম। উত্তরে বলা হলাে তারপর মাকবুল হজ্জ।