হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ বলেন, আমি একদিন ঘুমে ছিলাম, স্বপ্নে দেখি লােকদেরকে আমার সামনে উপস্থিত হচ্ছে এ অবস্থায় যে, তারা সকলেই জামা পরিহিত, তাদের মধ্যে কারাে জামা বুক পর্বত কারাে জামা বুকের নীচে এরপর আমার সামনে ওমর ইবনে খাত্তাকে উপস্থিত করা হয়েছে, তার গায়ে পরিহিত জামা জমীন পর্যন্ত নীচু । সাহাবাগণ (রা) জিজ্ঞেস করলেন ইয়া রাসূলাল্লাহ! আপনি এর কি ব্যাখ্যা করেছেন? উত্তরে রাসূলেপাক বললেন রে, এর দ্বারা দ্বীনকে বুঝানাে হয়েছে।