সহীহ বুখারী শরীফ হাদীস নং ১৯
2020-Sep-30 5:24 PM
হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে পাক বলেন, জান্নাতবাসীগণ জান্নাতে এবং জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ্ তায়ালা ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নাম হতে বের করে আন তাদেরকে যাদের অন্তরের মধ্যে সরিষা বীজ পরিমাণ ঈমান আছে। অতঃপর ফেরেশতাগণ তাদের এমন অবস্থায় জাহান্নাম হতে বের করে আনবে যে, তারা দোযখের আগুনে জ্বলেপ কয়লার ন্যায় কাল হয়ে গেছে। এরপর তাদেরকে “নহরে হায়াত” অর্থাৎ সৃঞ্জাবণ , নদীতে বা বৃষ্টির পানিতে ফেলা হবে। সেখান হতে তার নতুন জীবন লাভ করে, সুন্দর আকৃতি বা রূপ ধারণ করে উঠবে।