সহীহ বুখারী শরীফ হাদীস নং ১৫০
2020-Oct-03 1:58 AM
হযরত আবু হােরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহর বলেন, তােমাদের মধ্যে কেউ যখন অযু করবে, সে যেন তার নাকের ছিদ্রে পানি দিয়ে উহা ঝেড়ে পরিষ্কার করে নেয়। আর যে ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোড়ভাবে টিলা ব্যবহার করে। তােমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে উঠে, সে যেন অযুর পাত্রে হাত ঢাকাবার পূর্বেই নিজের হাত কজি পর্যন্ত তিনবার করে ধৌত করে নেয়। কারণ রাতে তার। হাত কোথায় ছিল তা সে জানে না।