লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরীর মোড়ে বাস চাপায়
ইজিবাইক যাত্রী মা ও ছেলে মারা গেছেন।
এতে আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন: উপজেলার ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ৩ বছরের ছেলে সাজেদুল ইসলাম।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক স্বজনকে
দেখতে সকালে নিজেদের ইজিবাইকে করে রওয়ানা দেন বদিউজ্জামান, মঞ্জিলা বেগম ও
তাদের শিশু সাজেদুল এবং আরও চার যাত্রী। ইজিবাইকটি চৌধুরীর মোড় এলাকায়
পৌঁছলে দ্রুতগতির একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান
মঞ্জিলা। পরে স্থানীয়রা বাবা-ছেলেসহ আহতদের ওই স্বাস্থ্য কালীগঞ্জ
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু সাজেদুলকে মৃত ঘোষণা করেন।