বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের
উচ্চতা বেড়ে গিয়েছে।
নতুন করে সার্ভে করে উচ্চতা নিয়ে একমত হয়ে যৌথভাবে
ঘোষণা দিলো নেপাল ও চীন।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) নেপাল ও চীন যৌথভাবে জানায়, মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়েছে ০.৮৬ মিটার। এতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা দাঁড়ায় ৮৮৪৮.৮৬ মিটার।
১৯৫৪ সালে সার্ভে অভ ইন্ডিয়ার পক্ষ থেকে মাউন্ট
এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিলো ৮৮৪৮ মিটার। পরে চীন এভারেস্টের উচ্চতা
প্রকাশ করেছিলো ৮৮৪৪.৪৩ মিটার। ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর
মাউন্ট এভারেস্টের উচ্চতা বদলে যেতে পারে বলে ধারণা করেন কয়েকজন
ভূতাত্ত্বিক।
দু'বছর আগে নেপালের সার্ভে দপ্তর মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মাপার প্রক্রিয়া শুরু করে।
গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেপাল সফরের সময় দু'দেশ যৌথভাবে এভারেস্টের সংশোধিত উচ্চতা ঘোষণা করবে বলে চুক্তিবদ্ধ হয়।