সকালে
নির্মাণাধীন নতুন টার্মিনালের পাইলিং এলাকা থেকে ২শ' ৫০ কেজি ওজনের বোমাটি
উদ্ধার করা হয়। এর আগে গেল বুধবার শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন
এলাকায় পাইলিংয়ের সময় সিলিন্ডার আকৃতির বোমার সন্ধান পায় শ্রমিকরা।
পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাটির প্রায় ১০ ফিট গভীরে থাকা বস্তুটিকে পরীক্ষা-নিরিক্ষা করে বোমা হিসেবে শনাক্ত করে।
বোমাটি বিমান বাহিনী তত্বাবধানে ধ্বংস করার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরই ঐ স্থানে আরো বোমা আছে কিনা তা খতিয়ে দেখার উদ্যোগ নেয় কৃর্তপক্ষ। পরে আজ আরও একটি পরিত্যাক্ত বোমা উদ্ধার করা হলো।