করোনা
মহামারির এ সময়ে নিজ নিজ ক্ষেত্রে ভিন্নধর্মী অবদানের জন্য এই তালিকায়
জায়গা করে নিয়েছেন তারা। বিবিসির তালিকায় ছয় নম্বরে রয়েছেন সাবেক যৌনকর্মী
রিনা আক্তার। আট বছর বয়সে তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেয়া হয়েছিলও।
রিনা ও
তার সহযোগীরা করোনায় কাজ হারানো যৌনকর্মীদের জন্য সপ্তাহে ৪০০ মিল খাবারের
ব্যবস্থা করেন। যৌনকর্মীরা যেন ক্ষুধার্ত না থাকেন ও তাদের সন্তানও যেন এ
কাজে বাধ্য না হয় তাই তার এ চেষ্টা বলে জানান রিনা।
এ তালিকায় আরেক বাংলাদেশি নারী রিমা সুলতানা। তিনি কক্সবাজারে ইয়াং উইমেন লিডারস ফর পিসের সদস্য। এটা যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকার সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিস বিল্ডার্স কর্মসূচির একটি অংশ। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক উন্নয়ন ছাড়াও রোহিঙ্গা নারী ও মেয়ে শিশুদের শিক্ষা নিয়ে কাজ করেন তিনি। রিমা বাংলাদেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এ বছর বিবিসির তালিকায় অগণিত নারীকে শ্রদ্ধা জানানো হয়েছে। তালিকার প্রথম স্থান রাখা হয়েছে তাদের স্বীকৃতি দিতে। এর নামকরণ করা হয়েছে ‘আনসাং হিরো’।