দ্রুত সময়ে জনগণের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে
প্রথমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সংযুক্ত হল চারটি পেট্রোল কার।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইনে পেট্রোল কারগুলো উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এ সময় তিনি জানান, এসব কারে থাকবে শক্তিশালী সিসি ক্যামেরা, যেগুলো কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও প্রতিটি গাড়িতে থাকবে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলার, অগ্নিনির্বাপণ যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী অতিব জরুরী ছিল এই দ্রুতগামী প্রেট্রোলকার গুলো। অনেক সময় যথায়থ স্থানে সঠিক সময়ে পৌছাতে না পারার কারনে অনেক ধরনের দূর্ঘটনা ঘটে। মানুষ যেন দূর্ঘটনা থেকে খুব দ্রুত রক্ষা পায় অথবা অনেক সময় অপরাধীরা দ্রুতগামী গাড়ি ব্যবহার করে থাকে।
তাদের কথা বিবেচনা করেও এই গাড়ি গুলো সংযুক্ত করা হয়। তাছাড়া বহিরবিশ্বেও প্রায় প্রত্যেক দেশেই রয়েছে এধরনের গাড়ি।
সিএমপির চারটি থানায় এই কারগুলো সংযুক্ত হওয়ায় পুলিশ দ্রুততার সাথে সেবা নিশ্চিত করতে পারবে বলে জানান সিএমপি কমিশনার।