করোনা ভীতিতে বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানিয়েছেন ক্যাপ্টেন জেসন হোল্ডার, সহ অধিনায়ক রস্টন চেজ আর উইকেটকিপার ব্যাটসম্যান শাই হোপ।
এর
আগে ইংল্যান্ডে সিরিজে করোনার কারণে তিন উইন্ডিজ তারকা খেলতে যান নি।
হেটমেয়ার কিম পলরা করোনার কারণেই ইংল্যান্ড গামী বিমানে ওঠেন নি। উইন্ডিজ
বোর্ডের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন বাংলাদেশেও যেতে চাচ্ছেন না বেশ কিছু
খেলোয়াড়। নিশ্চিত করেছেন ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের নাম।
আসছে ৮ তারিখ বাংলাদেশ সফরের জন্য দেশ ছাড়বে উইন্ডিজ। যারা খেলতে রাজি হবেন তাদের নিয়েই দল গড়বে ক্যারিবিয় বোর্ড।